বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭

একক জীবন গতিপথ অবিরাম,
গতির সীমা সে খুঁজে না-
বোঝেও না স্রোতের ধারা,
কোন পথে ছুটছে সে অবিরাম।
তপ্ত মরুতে কিংবা হিমালয়ে,
রোদ্রে পুড়ে কিংবা নীল জোসনায়-
জীবন একক এখানে অন্তসীমায়,
অবশেষে শুধুই কৌতুহল রেখে যায়।
পথের পরে নদীর ধারে-
কখনও সে,
সমুদ্র জলে কিংবা অসীম আকাশে-
ছুটন্ত-দুরন্ত সে কোন ধারায়?
শুধু প্রশ্ন রেখে যায়।
মৃতিকায় হয়েছে প্রভাত,
মৃতিকায় হবে সন্ধ্যা সাঙ্গ।
জীবনের সাথে জীবন পথে-
শুধু থাকবে পড়ে যত কর্ম পরিচয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন