সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭

তুমি ব্যস্ত! কেউ একজন ব্যস্ত নয়! কেউ
একজন যে সময় টায় ব্যস্ত ঠিক ঐ সময় টায়
তুমি ব্যস্ত নও! সারাদিন তুমি ফ্রি থাকো,
দিনের অর্ধেক সময় ধরে কেউ একজন
ঘুমোয়! সারারাত ধরে তুমি ঘুমোও, একজন
ফোনের ওপাশে একদলা অভিমান নিয়ে
সারারাত জেগে থাকে...!
সমস্যা টা জটিল! দাবা খেলার মধ্যবর্তী
সময় টার উশৃঙ্খল গুটিগুলোর নিরব
শৃঙ্খলাবদ্ধ আক্রমনের মতো জটিল! গভীর
রাতে অন্ধকারে হাতড়ে হাতড়ে
প্যাঁচানো লম্বা হেডফোনের প্যাঁচ
খোলার মতোই জটিল! তবে মজার ব্যাপার
হচ্ছে, সমাধান টা সহজ! একদম সহজ!
দু'জনের ঘুমঘুম সময় টা একটু একটু করে
স্যাক্রিফাইস করো! দু'জনে দু'জনের ব্যস্ত
সময় এবং ঘুমঘুম সময় থেকে একটু একটু
স্যাক্রিফাইস করো একে অপরের জন্যে!
ব্যস হয়ে গেলো! সমস্যার সমাধান! আমরা
এটা করিনা! উহু.... এই সহজ সমাধান
আমাদের মাথায় নেই!
-- তোমার কাছে তোমার ব্যস্ততাই বড়ো..!
আমি কিছুইনা। সবসময় এভোয়েড করো!
-- বাহ! আমি যে কথা তোমায় বলবো ওসব
কথাই আমাকে বলছো! আমার কথা মনে
থাকে তোমার? সারাদিন ব্যস্ততা আর
ব্যস্ততা..!
মানুষের বিরক্তির ও সীমা আছে! বুঝছো?
বিরক্তি লাগে এখন এসব...
-- হুম লাগবেতো। এখন আমাকেও বিরক্ত
লাগবে। ভালো লাগছেনা, সম্পর্ক আর
রাখতে চাওনা, এটা বলা বাদ রেখেছে
কেন? এটাও বলে দাও..
-- বাহ! নিজের মনের কথাই আমাকে দিয়ে
বলাতে চাইছো?
-- আমার মনের কথা মানে?
-- হুম ঠিকই বলছি।
-- ওকে। থাকো তুমি। কখনো ফোন
দিবানা আমায়!
এই তো সমাধান হয়ে গেলো! কি সুন্দর
সমাধান! কথা বলার সুযোগ টা সৃষ্টি করার
জন্যেই যে সমস্যার শুরু, কথা বলা বন্ধ
করে দিয়ে সে সমস্যার শেষ! ব্যাপার টা
হাতের আঙ্গুলে ব্যাথা পাচ্ছো? উহু... ঔষুধ
খাওয়ার কি দরকার! পুরো আঙ্গুলই কেটে
ফেলে দাও...!
ভালোবাসায় এসব হতে নেই। দু'জন জেদী,
রগচটা মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক
দৃঢ়, গাঢ় হয়না! এদের মধ্যে কেউ একজন
কে তার জিদ, রাগ একটু কমাতে হয়! একটু
হলেও কমাতে হয়! স্যাক্রিফাইস করতে হয়
দু'জনের অনেক ছোট্ট ছোট্ট অনেক
কিছুই...! ভালো থাকার জন্যেই,
ভালোবাসার জন্যেই!
তোমায় বুঝতে হবে... ভালোথাকার জন্যেই
ভালোবাসা,
ভালোবাসার জন্যেই ভালো থাকা!
ভালোবাসা টা কে যদি সত্যিকার অর্থেই
ভালোবাসো, তবে সমস্যা গুলোর সহজ
সমাধান টাই খুঁজে নাও! "আঙ্গুল কাটা"
সমাধান নয়...!
যেই বিষয় টা নিয়ে সমস্যা বেঁধেছে ওটার
সমাধান করো! একটু খেয়াল রেখো,
সমাধান টা আরো দশ টা সমস্যা যেনো
তৈরী করে না দিয়ে যায়! সমস্যা থেকে
তৈরী হওয়া সমস্যা গুলো সমাধান করা
যায়, সমাধান থেকে তৈরী হওয়া সমস্যা
গুলো সমাধান করা যায়না........................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন