সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭

রঙিন টেলিভিশনের দিকে তাকিয়ে
আছি,
সাদা-কালো চোখে ।
সাদা-কালো চোখে সবকিছুকেই সাদা-
কালো মনে হয়,
কেউ একজন এসে একে রঙিন টেলিভিশন
বলেছিল ।
তাই ভরসা !
হয়ত না, কেউ এখন সত্য বলে না ।
দূরের জ্যোৎস্নাকে দেখিয়ে 'কেউ'
তাকে কালো মেঘ বলে । সাদা-কালো
চোখে জ্যোৎস্নাকে কালো মেঘ বলেই
মনে হয় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন