বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭

কি হবে আর মিছে মিছে অতীত ভেবে
কখনও কি অতীত আর বর্তমান হবে?
যে চলে গেছে সে কি আর ফিরে আসবে
আগের মতন তোমায় আপন করে নেবে?
মিথ্যে সেই প্রেম, মিথ্যে ভালোবাসা,
ভবিষ্যত ভেবে কর নতুন কিছু আশা।
যে যে আপন সে সে অন্য
মাঝপথে এসে দেখি জীবনের ফলাফল
শূন্য।
যাকে আপন ভাবি সেই হয় ভিন্ন
আমার জীবন থেকে আজ আমিই বিচ্ছিন্ন।
অতীত আর বর্তমান এখানেই শেষ নয়
জীবনের কাছে হবে সব কিছুর পরাজয়।
প্রেম মানে অতীত, প্রেম মানে বর্তমান
কি হবে ভেবে বল মিথ্যে কষ্ট পিছুটান।
এখনও কেন আছ তুমি আগের মত
চোখের জল মুছে ফেল ভুলে যাও দুঃখ যত।
পুরোন স্মৃতি ভুলে গিয়ে নতুন একটা পথ ধর
তোমার মত করে তুমি আবার কিছু সৃষ্টি
কর।
তোমার মাঝেই খুজে নাও তুমি তোমাকে
বল, জীবন কি কারো জন্য কখন থেমে
থাকে।
এসো নতুন করে হাতে নেই আবার কোন
রং-তুলি
নতুন পথের সৃষ্টি করে অতীতের দুঃখ ভুলি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন