সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭

কেউ চলে গেলে তাকে ফেরাবে না।
একা একা কষ্ট পাবে। না খেয়ে থাকবে।
না খাবার সংবাদ শুনে সে কষ্ট পাবে।
এতে এক ধরনের আনন্দ আছে।
সে হাত কাটবে। প্রিয় জিনিস ছুঁড়ে
ফেলে দিবে। বিসর্জন হল।
বিসর্জনে এক ধরনের আনন্দ আছে। আপনি
তাকে কেমন আছেন জিজ্ঞাসা করলে সে
হাসি দিয়ে বলবে ভাল আছি। সে বুঝতে
দেবে না , সে ভাল নেই।
কষ্ট প্রকাশ করলে কষ্ট কমতে শুরু করে।
সে কমতে দেবে না। এতেও এক ধরনের
তৃপ্ততা আছে।
কেউ কেউ দেখবেন রাগ করে দু দিন কিছু
খায় নি , নিজেকে নষ্ট করে ফেলছে
নেশার আসরে , ঘুমের ওষুধ খেয়ে পড়ে
আছে ফ্লোরে।
এদের তাচ্ছিল্য করবেন না।
মানুষটার সচেতন মনটাকে না ; হাত
বুলিয়ে দিন অবচেতন মনে। একটু আশ্রয়
দিন। আদর করুন.........

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন