সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭

তুমি সবসময় কেবল নিজেকে নিয়ে
ভেবেছো,
নিজেকেই ভালোবেসে আমাকে বারবার
দূরে সরিয়ে দিয়েছো
তুমি হচ্ছো একটা কষ্টদায়ক পাথরের
টুকরা,
যা দিয়ে আঘাত দিয়েছো প্রতিনিয়ত
তোমার যখন যার সাথে কথা বলতে ইচ্ছে
হয়
তুমি তার সাথেই কথা বলো, কাছে টেনে
নাও,
আবার যখন ভালো লাগে না তখন তাকে
দূরে সরিয়ে দাও
তোমাকে সবাই এতো ভালোবাসে
তবুও নিজের অবস্থানে তুমি স্বার্থপর
মনে রেখো, মানুষকে দেয়া প্রতিটি কষ্ট
তুমি অবশ্যই পাবে
কখনোই সুখী হবে না তুমি ,কোনদিন. .
.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন