সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭

কাউকে যখন বলতে শোনা যায়, সবাই
স্বার্থপর।এই পৃথিবীর সবাই স্বাথপর।কেউ
ভাল না রে, কেউ না!তখন বুঝতে হবে,
তিনি অতিকষ্টে আছেন।আমাদের সবার
ভেতরে এক 'আমি' আছি।সেই আমিও যখন
আমার পাশে এসে দাঁড়াবে না, তখন
নিজের ভেতরের স্বত্তাকেও স্বার্থপর
মনে হবে।সে অবস্থায় থাকলে আমরা চাই
কেউ পাশে না দাঁড়াক অন্তত শুনুক; তার
জন্য করা এত আয়োজন সে চলে
গেছে,যাকে এত ভালবাসতাম সে মরে
গেছে,এত স্বপ্নের ব্যবসাটা আজ ভেঙে
গেছে,আপন ভাই প্রতারণা করেছে।
আমরা যখন কাউকে শ্রোতা হিসেবে
পাইনা,তখন আপনমনে এসব আওড়াই।দুঃখ
কমে না,বরং বাড়ে।খোদাকেও স্বার্থপর
মনে হয়।মনে হয়, তিনি তাঁর ইবাদতের জন্য
আমাদের সৃষ্টি করেছেন,অন্যকারণে নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন