বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭

সময় প্রতি মুহূর্তে বদলায়
আর মানুষ সেই সময়কে –
ভূত-ভবিষৎ-বর্তমানে আটকে রাখতে চায়।
ফেলে আসা অতীতের কথা ভেবে
সে কাঁদে হাসে, পিছু ফিরে দেখে,
ভবিষতের কথা ভেবে সে কপালে ভাঁজ
ফেলে
কিন্তু বর্তমান?
সে যে থেমে থাকেনা –
তার উপস্থিতি কেউ বুঝেও বুঝতে পারে
না
সময়ের সূক্ষজালে সে
এমন একটি প্যারামিটার;
যার ক্ষমতা আছে উন্নত ভবিষৎ গড়ার,
যার বিচক্ষনতার সুদূর প্রসারী ফল হবে
উন্নত থেকে উন্নততর।
ভূত ভবিষৎ নিয়ে মগ্ন থাকা
আর অলীক কল্পনায় নিজেকে সীমাবদ্ধ
করা –
হয়ত এক ...
অতীতের অভিঞ্জতাকে সাথী রেখে,
উন্নত ভবিষৎ এর লক্ষে -
দূরদৃষ্টি সম্পন্ন সেই পারে সকলকে এগিয়ে
নিতে;
তাই আজ প্রয়োজন –
বিচক্ষন বর্তমানের আর বুদ্ধিদীপ্ত
মস্তিষ্কের।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন